প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2025 ইং
সাজিদ শহীদ হওয়ার বছর ঘুরতেই বাবার মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ইকরামুল হক সাজিদের বাবা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: জিয়াউল হক (৬২) আর নেই (ইন্নালিল্লাহি ........ রাজিউন)।
তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছেলের মৃত্যুর শোক কাটতে না কাটতেই তিনিও চলে গেলেন না ফেরার দেশে। মরন ব্যধি ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ আগষ্ট) সকাল ৬ ঘটিকায় ইন্তেকাল করেন। তিনি ১ মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার সকাল ১১টায় সিএমএইচে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ী টাঙ্গাইলে ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়। ধনবাড়ী উপজেলার সাবেক বীরতারা (বর্তমান বানিয়াজান) ইউনিয়নের বি,বি,জি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে বিলকুকরী গ্রামের তার ছেলে শহীদ ইকরামুল হক সাজিদের কবরের পাশেই তার লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে ধনবাড়ী উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক ঐক্য পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দলের নেতৃবন্দসহ ব্যবসায়ী এবং ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান গভীর শোক প্রশাক করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com